বাসাইলে ইফার উদ্যোগে মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম তালিকা হালনাগাদ করণ কর্মসূচী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ইফার উদ্যোগে মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম তালিকা হালনাগাদ করণ কর্মসূচী

     বাসাইল প্রতিনিধি:

    টাঙ্গাইলের বাসাইলে ইফার উদ্যোগে সারা দেশের ন্যায় মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম তালিকা হালনাগাদ চলছে, হালনাগাদ কার্যক্রম চলছে । এ কার্যক্রম ২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ২০২৫ ইং পর্যন্ত চলমান থাকবে।

    বাসাইলে ইফার উদ্যোগে  মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম  তালিকা হালনাগাদ করণ কর্মসূচী

    বাসাইল উপজেলার ইফার ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন ২০২০ সালে কোভিড- ১৯ এর জন্য যাতায়াতে সমস্যার কারণে মসজিদ, খতিব, ইমাম ও মোয়াজ্জেম  তালিকার সঠিক তথ্য পাওয়া যায়নি, সঠিক তথ্য সংগ্রহের জন্য পুনোরায় হালনাগাদের কাজ চলছে , তিনি আরও বলেল ফিল্ড পর্যায়ের তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়ন প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, কাশিল ইউনিয়ন(মাওঃ নুরুল ইসলাম

    মোবা- ০১৬৩০৫৯১৪২৭) কাউলজানী ইউনিয়ন (মাওঃ আব্দুস সামাদ মোবা-০১৯৯৮৯৬০৮৬২), ফুলকি ইউনিয়ন মাওঃ আসাদুল্লাহ মোবা-  ০১৬৩০২৩৯২৮০), হাবলা ইউনিয়ন(সিয়াম হোসেন মোবা- ০১৭৮৬৩৫৭০৭৬), কাঞ্চনপুর ইউনিয়ন(মাওঃ শাহাদাত হোসেন মোবা- ০১৮৯৪৩৮০০৩১)বাসাইল সদর ইউনিয়ন (হাফেজ সানোয়ার হোসেন,মোবা-০১৯৮৮৯১৬২৮৫),বাসাইল পৌরসভা (মাওঃ  আলামিন মোবাইল ০১৯১৮৭২৫৪২৬)সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন বাসাইল যোগাযোগ- ০১৮৩৫২০২৩০৮,০১৭১৮৭১৫৯৪৫  সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728