দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

    মো. নুরুজ্জামান রানা :

    জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ উদযাপন করেছে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। 


    দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

    মো. রফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চলনায় এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ সিদ্দিকী। 

    এছাড়াও উপস্থিত ছিলেন, এ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 

    এদের মধ্যে ছিলেন ৭৭ ব্যাচের আব্দুল মান্নান বিএসসি, ৮২ ব্যাচের মো. আবু সাঈদ, ৮৪ ব্যাচের মো. রফিকুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. মিজানুর রহমান, ৮৮ ব্যাচের মো আবুল কালাম আজাদ, মো. কামরুজ্জামান সিদ্দিকী, জায়েদা সিদ্দিকা ও রাবেয়া সিদ্দিকা প্রমুখ। 

    সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে, আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও পরিচয়ের পর অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ নেয়া হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 

    অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে দিয়ে চলেতে থাকে আয়োজনটি। নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর রেফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় ঈদ পূণমিলনী। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728