ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ে তুলবো- টুকু - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ে তুলবো- টুকু

     টাঙ্গাইল প্রতিনিধি

    ফ্যাসিবাদ এ দেশে মানুষের উপর গত ১৭ বছর সর্বোচ্ছ জুলাম করেছে। আজ সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে।

    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশকে গড়ে তুলবো-  টুকু

    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদের সকলে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশটিকে গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ্ উদ্দিন টুকু। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সারা দেশের মতো টাঙ্গাইলেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে জেলায় ১৩১৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজ অনুঠিত হয় সকালে সাড়ে ৯টায়। নামাজে রাজনৈতিক নেতাসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 

    প্রধান জামাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্যাহ আল মামুন, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান,  জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সমাজের সব শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়। ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান।  নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728