বাসাইলে পাস-এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে পাস-এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

    জিয়ারত জুয়েল: 

    “মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ হীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল বাসাইল উপজেলার পাস(পল্লী উন্নয়ন সংস্থা)।

    বাসাইলে পাস-এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
    সোমবার (২৪ মার্চ) সকালে সংগঠনের প্রধান কার্যালয় বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিমে উপজেলার বিভিন্ন এলাকার (৪০) পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সয়াবিন তেল,চিনি,সেমাই , পোলাও চাউল।


    ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাস এর সহ-সভাপতি খন্দকার মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ও সদস্য(পাস)গোলক চন্দ্র সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমজান মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস এর নির্বাহী পরিচালক দীপা সরকার, ইউপি সদস্য মো: কদ্দুস মিয়া,এছাড়াও নিরঞ্জন সরকার, শিবনাথ সরকারসহ সংগঠনটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728