বাসাইলে পাস-এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
জিয়ারত জুয়েল:
“মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাড়াই” এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ হীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল বাসাইল উপজেলার পাস(পল্লী উন্নয়ন সংস্থা)।
সোমবার (২৪ মার্চ) সকালে সংগঠনের প্রধান কার্যালয় বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিমে উপজেলার বিভিন্ন এলাকার (৪০) পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সয়াবিন তেল,চিনি,সেমাই , পোলাও চাউল।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাস এর সহ-সভাপতি খন্দকার মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ও সদস্য(পাস)গোলক চন্দ্র সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমজান মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস এর নির্বাহী পরিচালক দীপা সরকার, ইউপি সদস্য মো: কদ্দুস মিয়া,এছাড়াও নিরঞ্জন সরকার, শিবনাথ সরকারসহ সংগঠনটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments