সখীপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

    সখীপুর  প্রতিনিধি :


    টাঙ্গাইলের সখীপুরে মোতালেব নামে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনতা। 

    সখীপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

     (২৪ মার্চ) সোমবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তার কার্যালয়ে এ তালা ঝুলিয়ে দেয়া হয়।

    স্থানীয়রা সূত্রে জানা যায়, গতকাল(২৩ শে) মার্চ রোববার সকালে ভোটার হালনাগাদ করতে ইউনিয়ন পরিষদে যান মোতালেব নামের বয়োজ্যেষ্ঠ লোক। এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিষদের চেয়ারম্যান ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পা দিয়ে আঘাত করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হলে স্থানীয় জনতা একত্রিত হয়ে ঘটনার দিনে বিকেলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

    আগামীকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী ওই চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি দিয়েছে। ওই চেয়ারম্যান আগেও এক নারী লাঞ্ছিত ঘটনায় জেলহাজতে ছিলেন।

    এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান নূরে আলম মুক্তা বলেন, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মিথ্যা। ওই লোকটি প্রথমে আমাকে আঘাত করেছে পরে আমি তাকে আঘাত করেছি। কার্যালয় তালাটি দিয়েছে আমার প্রতিপক্ষের পরিকল্পনায়। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728