সখীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) সখীপুর আদর্শ শিশু কানন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী উত্তর শেরে বাংলা নগর থানা শাখার আমীর আবদুল আউয়াল আজম, ইসলামী ব্যাংক কর্মকর্তা জাকারিয়া মোমেন, সখীপুর উপজেলার শাখার সেক্রেটারী মনিরুজ্জামান সাবেক আমির অধ্যক্ষ ফজলুল হক,, অধ্যক্ষ মুসলিম উদ্দিন, খন্দকার আব্দুল খালেক, এ কে আজাদ, জুয়েল মাহমুদ, জামাল হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments