বাসাইলে ১২ কেজি গাঁজাসহ আটক ২ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ১২ কেজি গাঁজাসহ আটক ২

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

    বাসাইলে ১২ কেজি গাঁজাসহ আটক ২

    আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরর উপজেলার ঘোড়াকান্দা গ্রামের এজাজুল হকের ছেলে রবিন (২৭) ও একই উপজেলার কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৪।

    জানা যায়, বাসাইল থানার এসআই ফরিদ আহমেদের নের্তৃত্বে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা এলাকায় সার্ভিস লেনে চেকপোস্ট বসানো হয়। পরে সিলভার রংয়ের একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রবিন ও সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ। বিষয়টি টের পেয়ে আরও এক থেকে দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে মাদকের কাজে ব্যবহৃত  প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ। ১২ কেজি এই গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় রবিন ও সাদ্দাম হোসেনের নাম উল্লেখসহ আরও এক থেকে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে রবিবার (৩০ মার্চ) সকালে তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়।

    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728