টাঙ্গাইলে বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন

    রাইসুল ইসলাম লিটন:


    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন রুমী খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী  ৮ মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী। 

     

    টাঙ্গাইলে বিয়ের দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অনশন

    বৃহস্পতিবার  টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিকের বাড়িতে এ অনশন পালন করে অন্তঃসত্ত্বা ওই নারী। অপর দিকে, অন্তঃসত্ত্বা প্রেমিকার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক আলি শেখ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।  এ ব্যাপারে  অন্তঃসত্ত্বা ওই নারী   টাঙ্গাইল আদালতে মামলাও দায়ের করেছেন।

    মামলা ও পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে সিরাজগঞ্জের বগুড়া শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমী খাতুনের সাথে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে আজাদ হোসেনের সাথে  পারিবারিকভাবে বিয়ে  হয়। বিয়ের পর তাদের পুত্র সন্তান (দেড় বছর) হয়। পরে রুমীর স্বামী আজাদ জীবিকার তাগিদে ২০২৩ সালের ৭ নভেম্বর মালয়েশিয়াতে পাড়ি জমায়। এসময় রুমী খাতুন সন্তান নিয়ে শ্বশুর   বাড়িতে বসবাস করতে থাকেন।    আজাদের চাচাতো ভাই আলিম শেখ আজাদের বাড়িতে আসা যাওয়া করতো। সে সুবাদে আলিমের সাথে রুমী খাতুনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া সম্পর্ক  গড়ে উঠে। তারপর  তাদের মধ্যে একাধিবার শারিরীক সর্ম্পক হয় । এতে রুমী খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হওয়ায় শ্বশুর  বাড়ির লোকজন রুমিকে ঘরে তুলতে অনীহা প্রকাশ করে। এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও তা করেনি। এ নিয়ে একাধিকবার শালিসী বৈঠক হলেও কোন সুরহা হয়নি। পরে বৃহস্পতিবার  সকালে অন্তঃসত্ত্বা রুমী খাতুন বিয়ের দাবিতে আলিমের বাড়িতে অনশন শুরু করেন। এসময় রুমী খাতুনের উপস্থিতি টের পেয়ে  বাড়ি থেকে পালিয়ে যায় আলিম।

    মেয়ের বাবা আব্দুর রাজ্জাক জানান, শ্বশুর  বাড়ির লোকজন আমার মেয়েকে ঘরে নিচ্ছে না। আমরা সঠিক বিচারের দাবি করছি।

    ছেলের চাচা হাকি জানান, আমিও এর সুষ্ঠু সমাধান চাই।


    অন্তঃসত্ত্বা নারী রুমী খাতুন জানান, বিয়ের আশ্বাস দিলেও আলিম শেখ আমাকে বিয়ে করেনি। আমি সঠিক বিচার চাই।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728