সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত

    সখীপুর প্রতিনিধি:
     

    টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

     

    সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত
    নিহত সাব্বির উপজেলার কালিদাস গ্রামের সৌদিআরব প্রবাসী শফিক মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে সাব্বির তার বন্ধু মিজানকে পেছনের আসনে বসিয়ে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি কালমেঘা-গাজীপুর সড়কের উপজেলার বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গজারি বনে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় চালক সাব্বির। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলে গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়।
    আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কালিদাস গ্রামে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তা বলেন, প্রথমত অভিভাবকদের সচেতন হওয়া দরকার। কিশোরদের হাতে মোটরসাইকেল দেওয়া কোনক্রমেই উচিত নয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728