বাসাইলে নবাগত ইউএনও’র সাথে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসাইল উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এ সৌজন্য সাক্ষাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক, দলের বাসাইল উপজেলা কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য আবুবকর সিদ্দিক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য খন্দকার নাফিজ আহমেদসহ অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা উপস্থিত ছিলেন।
No comments