সখীপুরে ছাত্র আন্দোলনের মিছিলে হামলা: দুই আ.লীগ নেতা গ্রেফতার
সখীপুর প্রতিনিধি:
সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাঁদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মুক্তা (৪০) ও হাতিবাবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ শিকদার (৫২)।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। এই মামলায় মোট ১৪ জন গ্রেফতার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
No comments