নাগরপুর আ.লীগের সা.সম্পাদক কুদরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নাগরপুর আ.লীগের সা.সম্পাদক কুদরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ

    নাগরপুর  প্রতিনিধিঃ 

    বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    নাগরপুর আ.লীগের সা.সম্পাদক কুদরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ

    নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা  গতকাল ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে। 

    অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০২ 

    নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুরের বাবনাপাড়া গ্রামের বারেকের ছেলে নাগরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) কে জুলাই ২০২৪ এর ২নং  মামলায় গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার এজাহার ভুক্ত আসামি। পরে, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728