সখীপুরে জামাতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ
তাইবুর রহমান
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জামাতে ইসলামী গজারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কীর্তনখোলা চৌরাস্তা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে কয়েকশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলামী গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামাতে ইসলামীর এ্যাসিসটেন্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম খান, উদ্বোধক ছিলেন সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ তাইবুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, প্রিন্সিপাল মাওলানা মোঃ ফজলুল হক, মোঃ হায়দার আলী মাস্টার, মাওলানা মোঃ রেজাউল করিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল খালেক, মোঃ মনিরুজ্জামান খান, মুহাম্মদ ফয়জুর রহমান, মোঃ মোশারফ হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ রাকিবুল হাসান আকন্দ, মোঃ শামসুল হক মাস্টার, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী গজারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ।
No comments