বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় সিংগারডাক সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলের খেলোয়ারদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনালে সিংগারডাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ও নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-৬ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবুু হায়াত খান নবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমন খান মনির। শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments