সখীপুরে বিএনপি-কৃষকশ্রমিক জনতালীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে বিএনপি-কৃষকশ্রমিক জনতালীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া !

    সখীপুর প্রতিনিধি: 


    টাঙ্গাইলের সখীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 


    সখীপুরে বিএনপি-কৃষকশ্রমিক জনতালীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া !

    সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার তালতলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের "বিএনপি আ.লীগের মতো চাঁদা তুলে, বেবিস্ট্যান্ড দখলবাজি করছে" এমন

    এক বক্তব্যের জেরে একইদিন রাত দশটার দিকে উপজেলার তালতলা চত্বরে পাল্টা প্রতিবাদ সমাবেশ করে সখীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

    কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, ওইদিন রাতে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু বঙ্গবীর কাদের সিদ্দিকী কে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেন। 

    তারই প্রতিবাদে আজ(৯ ডিসেম্বর) সকালে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তালতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। 

    উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু জানান, বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে, কাদের সিদ্দিকীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আমাদের নেতাকর্মীরা আজ দুপুরে তালতলা চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

    বেলা ১২ দিকে হাসপাতাল গেইট এলাকা থেকে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালতলা চত্বরের দিকে এগিয়ে আসে। অন্যদিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ডাকবাংলাতে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে তালতলা চত্বরে অবস্থান করে। পরবর্তীতে বিএনপির মিছিলটি ঢাকা সড়কের দিকে এগোতে থাকে। 

    এক পর্যায়ে দুটি মিছিল মুখোমুখি হলে মাঝখানে দেয়াল সৃষ্টি করে স্থানীয় থানা পুলিশের সদস্য ও সেনাবাহিনীর সদস্যগণ। একপর্যায়ে উভয় দলের মিছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেরিকেট ভাঙার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। 

    পরিবেশ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকেই দুদিকে সরিয়ে দেয়।

    এ ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নাঈম শিকদার(২৭) গুরুতর আহত হয়ে সখীপুর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। নাঈমের অভিযোগ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। 

    অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন মিছিলে থাকা লোকজনের উপর বিএনপির নেতাকর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

    সখীপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা তালতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করছিল। বেলা ১২ টার দিকে ঢাকা রোড থেকে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালতলা চত্বরের দিকে আসতে থাকে। এসময়

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া হয়।

    প্রসঙ্গত, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই এক দোষই করছে। গত শনিবার ৭ ডিসেম্বর টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। ওই বক্তব্যের প্রতিবাদে একইদিন রাত দশটার দিকে বিএনপির নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728