সখীপুরে প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত
তাইবুর রহমান:
সখীপুরে এসপিএল (সখীপুর প্রিমিয়ার লীগ) নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলার আয়োজন করা হয়।
দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান লাবীব গ্রুপ এতে পৃষ্ঠপোষকতা করে। ফাইনাল খেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সিআইপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি সূত্র জানায়, এক সপ্তাহ আগে শুরু হওয়া সখীপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) নাইট ক্রিকেট টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নিয়েছিল। সেরা পারফর্ম করে খান বাহাদুর ক্লাব ও ড্রিমার স্কোয়াড ফাইনালে ওঠে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খান বাহাদুর ক্লাব। ব্যাটিংয়ে নেমে ড্রিমার স্কোয়াড ৯ ওভারে দলীয় ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে।
এদিকে ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেটে খান বাহাদুর ক্লাব জয়ী হয়। চ্যাম্পিয়ন হিসেবে খান বাহাদুর ক্লাব জিতে নেয় একটি ১০০ সিসি মোটরসাইকেল। রানার্সআপ ড্রিমার স্কোয়াড পায় একটি রেফ্রিজারেটর। ম্যান অব দ্য ম্যাচ হন খান বাহাদুর ক্লাবের তুহিন খান। ম্যান অব দ্য টুর্ণামেন্ট হয়ে মোবাইল ফোন জিতে ড্রিমার স্কোয়াডের অধিনায়ক শাহরিয়ার শুভ। ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী, অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, থানার ওসি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।
No comments