বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে বাসাইল স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।
পরে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক সংগঠন, বাসাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনী, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, বিজয় মেলা, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।
এদিকে, সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জান মাহমুদ, আব্দুর গফুর বীরপ্রতিক, বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, বীরমুক্তিযোদ্ধা ছবুর খান চানু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা।
No comments