বাসাইলে ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ড সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন প্রমুখ। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি মেলাটি চলমান থাকবে বলে জানা গেছে।
No comments