বাসাইলে উন্মুক্ত ডাকের সময় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে উন্মুক্ত ডাকের সময় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে পুকুর ইজারা দেওয়ার জন্য উন্মুুক্ত ডাকের সময় দুুইপক্ষের হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) দুুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের পুকুর ইজারা দেওয়ার জন্য উন্মুক্ত ডাকের সময় এ ঘটনা ঘটে।

    বাসাইলে উন্মুক্ত ডাকের সময় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

    জানা গেছে, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের পুুকুর ইজারা দেওয়ার জন্য উন্মুক্ত ডাকের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে ২০জন জামানত জমা দিয়ে ইজারার জন্য উন্মুুক্ত ডাকে অংশগ্রহণ করে। পরে শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খানের উপস্থিতিতে উন্মুক্ত ডাক শুরু হয়। এসময় উন্মক্ত ডাকে ৭ লাখ ৭ হাজার টাকা দাম উঠলে বাথুলীসাদী ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (অব্যাহতিপ্রাপ্ত) মানিক মোহাম্মদ তোহা ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন খানের সমর্থকদের মধ্যে হট্টগোল দেখা দেয়। মুহূর্তের মধ্যে মানিক মোহাম্মদ তোহার সমর্থক হোসাইন খান সবুজ ও কাঞ্চন খানের সমর্থক মামুনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় চেয়ার হাতে নিয়ে দুুইপক্ষের লোকজন মারামারিতে জড়ায়। এক পর্যায়ে বিদ্যালয় আঙ্গিনা থেকে বের হয়ে রাস্তায় গিয়ে দুুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুুইপক্ষের কয়েকজন আহত হয়।


    এদিকে, খবর পেয়ে সেনাবাহিনী ও পুুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উন্মুক্ত ডাকের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান ছাড়াও কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মির্জা মতিনসহ গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


    স্থানীয়রা জানান, এরআগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি লাল মাহমুদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের যোগসাজসে গোপনে তিন লাখ টাকায় পুকুরটি ইজারা দেওয়া হয়েছিল।’


    কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া বলেন, ‘উন্মুক্ত ডাকের সময় দুুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এমন কান্ড করা কোনোভাবেই ঠিক হয়নি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।’


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ইজারাটি স্থগিত রাখা হয়েছে।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728