টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

    টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু  সেতু মহাসড়কের কালিহাতী  উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে। 

    নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।তবে, নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অপরজন হেলপার। আহত কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।

    বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে আসা কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতীর উপজেলার  সল্লা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় আরেক কাভার্ডভ্যান চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

    তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728