সখীপুরে যমজ দুই বোনের চমক !
সখীপুর প্রতিনিধি ;
টাঙ্গাইলের সখীপুরে এইচএসসি পরীক্ষায় যমজ দুই বোন যারীন তাসনিম ও যাহরা তাসনিম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তারা দুজনেই হলিক্রস স্কুল অ্যাছাত্রীন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
তাদের বাবা মো. আবু জুয়েল সবুজ সূর্য তরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং তাদের মা চায়না আক্তার গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত। তাদের বাড়ি উপজেলা কচুয়া গ্রামে।
এর আগে তারা ২০২২ সালে এসএসসি পরীক্ষায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
তাদের বাবা মো. আবু জুয়েল সবুজ বলেন, ‘আমরা দুজনেই শিক্ষকতা পেশায় থাকার কারণে বেশি সময় ব্যস্ততায় থাকতে হয়। সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারিনি। কিন্তু তারা পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিল। এসএসসির ধারাবাহিকতায় এবারও তারা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আমরা খুবই আনন্দিত।’
যারীন তাসনিম বলেন, ‘আমাদের ভালো ফলাফলে বাবা-মার পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা সময়কে মূল্যায়ন করে রুটিন মাফিক পড়াশোনা করেছি। আমি ইঞ্জিনিয়ার হতে চাই ।
যাহরা তাসনিম বলেন, ‘ভালো ফলাফলে করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা স্কুলের কোনো পড়া জমিয়ে রাখতাম না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করতাম। আমি ডাক্তার হতে চাই।’
No comments