বাসাইলে বিভিন্ন দাবিতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বেসরকারি স্কুল-মাদরাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসার অধ্যাপক শফিকুল ইসলাম খান, মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উপজেলার শাখার সভাপতি মো. হানিফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী মিঞা।
বক্তারা জানান, মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমকি শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে তারা বিভিন্ন দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন।
No comments