টাঙ্গাইলে চিপস কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে চিপস কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা

     রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়ে  কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি চিপস কারখানাকে বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

    টাঙ্গাইলে চিপস কারখানাকে ভোক্তা অধিকারের  জরিমানা

    জানা যায়,বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বুধবার দুপুরে উপজেলার এলেঙ্গায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। 

    এ সময় অবৈধ্ প্রক্রিয়ায় বিভিন্ন ব্রান্ডের মোড়কে চিপস তৈরি করা, চিপসে আয়োডিন বিহীন লবন ব্যবহার করা, নোংরা পরিবেশ থাকায় ফাতেমা ফুড প্রোডাক্টসকে  প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা  জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

    এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

    এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিমসহ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটরিী ইন্সপেক্টর আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর জানিয়েছে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728