সখীপুর থানার ১৯পুলিশ সদস্য একসাথে বদলি - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুর থানার ১৯পুলিশ সদস্য একসাথে বদলি

    সখীপুর  প্রতিনিধি 


    টাঙ্গাইলের সখীপুর থানায় একসাথে ১৯ জন পুলিশকে বদলি করা হয়েছে। 

    সখীপুর থানার ১৯পুলিশ সদস্য একসাথে বদলি

    গতকাল তাঁরা সখীপুর থানা থেকে গিয়ে দেশের বিভিন্ন জেলায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

    পুলিশের ১৯ সদস্যের মধ্যে ৪ জন এসআই (মোশারফ হোসেন, মজিবুর রহমান, মোহাম্মদ শরীফ, তাজুল ইসলাম) ৯ জন এএসআই ও ৬ জন কনস্টেবল রয়েছেন।

    সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, এ থানায় ওসিসহ ৬২ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সখীপুর থানায় এই প্রথম ১৯ জন দিয়ে বদলি কার্যক্রম শুরু হলো।

    শোনা যাচ্ছে, পর্যায়ক্রমে সবাইকে বদলি করা হবে। পুলিশের চাকরিতে বদলি হওয়া স্বাভাবিক ঘটনা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728