বাসাইলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে প্রেসক্লাবের খাবার বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে প্রেসক্লাবের খাবার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটসদের মাঝে প্রেসক্লাবের উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। 

    বাসাইলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে প্রেসক্লাবের খাবার বিতরণ

    রবিবার (১১ আগস্ট) দুপুরে ৩৫জন স্কাউটসের মাঝে খাবার বিতরণ করেন বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

    খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, সম্মানিত সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিলন ইসলাম ও জিয়ারত জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

    গত কয়েকদিন ধরে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটস ছাত্র-ছাত্রীদের বাঁশি, লাঠি ও হাতের ইশারায় চলছে পৌর এলাকার সব যানবাহন। এতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728