সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর মৃত্যু !
সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৭ আগস্ট (শনিবার) সকাল সাড়ে এগারোটায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে । সে ওই এলাকার ওসমান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসান সকালে ফুটবল খেলতে গিয়ে তার লাথি দেওয়া ফুটবলটি পাশে একটি টিনের ঘরের চালে আটকে যায়।
সে ওই বলটি আনতে গিয়ে সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
সখীপুর থানার (ওসি) অফিসার ইন-চার্জ শেখ শাহিনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে আমি জেনেছি। হাসপাতালে আমার থানার এক এসআই পাঠানো হয়েছে । কোন অভিযোগ না থাকলে আমরা শিশুটিকে পারিবারিক দাফনের জন্য হস্তান্তর করব।
No comments