১৬ বছর পর বাসাইল উপজেলা বিএনপির মহাসমাবেশ; নেতাকর্মীদের ঢল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ১৬ বছর পর বাসাইল উপজেলা বিএনপির মহাসমাবেশ; নেতাকর্মীদের ঢল

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১৬ বছর পর উপজেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ বছর পর বাসাইল উপজেলা বিএনপির মহাসমাবেশ; নেতাকর্মীদের ঢল
    শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ডে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।

    অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  বিএনপি ছাড়াও সাধারণ জনতার ঢল নামে।

    প্রসঙ্গত, আওয়ামী শাসন আমলে প্রায় ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে বাসাইলে কোনো সমাবেশ করার সুযোগ পায়নি। দীর্ঘ এই সময়ে অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728