বাসাইলে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের মাঝে পৌরসভার খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটসদের মাঝে পৌরসভার উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে ৩৫জন স্কাউটসের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে, ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটস ছাত্র-ছাত্রীদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে পৌর এলাকার সব যানবাহন। এতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা। তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র সাজ্জাত হোসেন আলাল, কাউন্সিলর প্রিন্স মাহমুদ, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মামনি আক্তার, মেরিন সিদ্দিকা, রোকসানা বেগম প্রমুখ।
বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু বলেন, ‘ট্রাফিকের দায়িত্ব পালন করা সকালে ৩৫জন স্কাউটসদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে ৩৫জন ও বিকেলে ২০জন দায়িত্ব পালন করা স্কাউটসদের মাঝে খাবার বিতরণ করা হবে। শিক্ষার্থীদের এ কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই।’
No comments