বাসাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

    বাসাইল  প্রতিনিধি:

    টাঙ্গাইলের বাসাইলে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বাসাইলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

    রোববার (১৪ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাই নদীর ভাঙ্গন পরিদর্শন,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও জিও ব্যাগ ফেলার উদ্বোধন করেন।

    এসময় উপজেলার ফুলকি ইউনিয়ন ,কাশিল ইউনিয়ন ও কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে ১৩ কেজি চাল,১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া,৬ টি মোমবাতি ও ১টি  দিয়াশলাই বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

    এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নাছির খান,উপজেলা ভাইস চেয়ারম্যান এম শহিদুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম,ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া সহ প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728