উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যাদের শপথ অনুষ্ঠান হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে নবনির্বাচিত চেয়ারমান-ভাইস চেয়ারম্যানদের এ শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।এসময় শপথ নিয়েছেন বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম শহিদুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা রেখা বেগম। সখীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ আজাদ , ভাইস চেয়ারম্যান মো. শিবলী সাদিক এবং সংরক্ষিত নারী আসনে মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতাউর।
মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শারীন।
No comments