বাসাইলে ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

     মো: সাইফুল ইসলাম:

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর ইয়ুথ স্টার অর্গানাইজেশন’-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবারর (১৬ জুলাই) দুপুরে কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    বাসাইলে  ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
    কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর কে.এ.জি.আর.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী মিয়া, কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফী, সাবেক ইউপি সদস্য মাজম আলী খান প্রমুখ। ইয়ুথ স্টার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান খানসহ উপদেষ্টা, সভাপতি, সম্পাদক ও সদস্য এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


    গত ১১ জুন ইয়ুথ স্টার অর্গানাইজেশনের উদ্যোগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত ১০জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728