সখীপুরে প্রিমিয়ার ফুটবল লীগ অনুষ্ঠিত
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে প্রিমিয়ার ফুটবল লীগের আয়োজন করা হয়েছে । আজ (১১জুলাই) বৃহস্পতিবার বেলা চারটায় উপজেলার ইছাদিঘী গ্রামে এই ফুটবল লীগের আয়োজনে আব্দুল কাদের মাতাব্ব্বর এর সভাপতিত্বে খেলাটিতে অংশ নেয় এলিভেন টাইগার বনাম গোল্ডেন বয়েজ ক্লাব ।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইবুর রহমান, খেলাটির উদ্বোধক ছিলেন এ কে আজাদ, পরিচালক ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি কালিদাস শাখা।
পৃষ্ঠপোষকতায় ছিলেন করটিয়া পাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সাবেক সুপার মাওলানা মোহাম্মদ আলী আজাদ, ডাঃ মাছুদ রানা, সহ সুপার রুহুল আমিন, আবু তাহের মাস্টার, ইউপি সদস্য কোহিনূর ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ ।
No comments