সখীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন !
সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে খুন হয়েছে ফাহিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক স্বামী হুমায়ুন (৪৫)। নিহত ফাহিমা ওই গ্রামের মেহের আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন মিয়া ও তার স্ত্রী ফাহিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার রাতে কলহের জেরে তাদের মাঝে ঝগড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রাত ১১টায় তার কন্যা মাহফুজাকে মামা ফজলু মিয়ার বাড়িতে রেখে আসেন এবং ভোররাতে হুমায়ুন তার মামা ফজলু মিয়ার কাছে ফোন করে খুন করার বিষয়টি জানান। এ ঘটনার পর ফজুল মিয়া ফোন করে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
হুমায়ুনের মামা ফজলু মিয়া বলেন, ভোররাতে হুমায়ুনের বাড়িতে তার বউকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই।
নিহত ফাহিমার বাবা মেহের আলী বলেন, আমার কলিজার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হুমায়ুনের দৃষ্টান্তমূলক বিচার চাই ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জেনেছি হুমায়ুন এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।
No comments