মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

    মির্জাপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন।  

    মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

    শনিবার (২২ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।  

    পুলিশ জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের আসনে থাকা রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।  

    গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728