ক্যানসারের ঝুঁকি কমাতে এই খাবার এড়িয়ে চলুন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ক্যানসারের ঝুঁকি কমাতে এই খাবার এড়িয়ে চলুন

     টাঙ্গাইল টাইমস ডেস্ক:

    জীবনযাত্রায় অনিয়মে পেটের ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসকদের মতে, এ ধরনের ক্যানসারের ক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই বেশি।

    ক্যানসারের ঝুঁকি কমাতে এই খাবার এড়িয়ে চলুন

    পেটের ক্যানসারের প্রধান লক্ষণ হলো জন্ডিস। নানা অনিয়মের কারণে জন্ডিসের শিকার হন অনেকেই। জন্ডিস হলে তো কেউ ক্যানসারের পরীক্ষা করান না। ফলে এ রোগ শরীরে বাসা বাঁধলে তা ধরা পড়তেও অনেকটা সময় লেগে যায়। যখন ধরা পড়ে ততক্ষণে ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরে।

    অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এমন কিছু কারণে পেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ রোগ শরীরে বাসা বেঁধেছে কিনা তার কিছু লক্ষণ শরীরে ফুটে ওঠে। পেটে ব্যথা, বদহজম, ওজন কমে যাওয়া, তলপেটে ব্যথা, খিদে না পাওয়া, জন্ডিস এ সমস্যাগুলো যদি মাঝে মধ্যে দেখা দেয় তাহলে এড়িয়ে গেলে চলবে না। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পেটের ক্যানসার ঠেকাতে খাওয়া-দাওয়া ও কিছু অভ্যাসেও বদল আনা জরুরি। জেনে নিন কোন কোন অভ্যাস পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়ায়।


    * অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং স্মোকড অর্থাৎ সরাসরি আগুনে সেঁকা খাবার নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

    * গ্যাস্ট্রাইটিস থাকলে এ রোগের ঝুঁকি বেড়ে যায়।

    * হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণ ও এ কারণে আলসার হলেও সতর্ক থাকতে হবে রোগীকে।

    * যারা নিয়মিত ধূমপান করেন তাদের ক্ষেত্রেও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বেশি। অতিরিক্ত মদ্যপান ও বাড়তি ওজন এ ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

    * গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাস্ক ডিজিজ অর্থাৎ খাবার খাওয়ার পর গলায় উঠে আসার মতো প্রবণতা থাকলেও সতর্ক হোন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728