বাসাইলে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নিজস্ব প্রতিবেদক : 

    টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
    বাসাইলে আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


    রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

    এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়া, এ. কে আজাদ খানশুর, আবু হানিফ মিয়া, হাবিবর রহমান চৌধুরী হবি, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, উপদেষ্টা মন্ডলির সদস্য ইয়াছিন মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাউন্সিলর প্রিন্স মাহমুদ, কৃষক লীগের সভাপতি আব্দুর রউফ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। 

    অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক।  

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728