বাসাইল পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাসাইল পৌরসভার কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রাহাত হাসান টিপু।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাউন্সিলর রাসেল খানশূর, নবীনুর রহমান খান, রফিকুল ইসলাম রিপন, প্রিন্স মাহমুদ, আরিফুল ইসলামসহ অন্যান্য কাউন্সিলবৃদ।
No comments