সখীপুরে গুড নেইবারস এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
সখীপুর প্রতিনিধি :
গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপির) উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আজ মঙ্গলবার (১১জুন) বিকেলে সখীপুর পৌরসভার মোখতার ফোয়ারা চত্তরে এ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভার বিভিন্ন অলিগলিতে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন। এ পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে ।
গুড নেইবারসের ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারসের সিডিপি প্রোগ্রামের সহকারী ম্যানেজার ঝর্ণা খাতুন। আশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুনায়েদ ইসলাম, অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি মনসুর আহমেদ তার বক্তব্যে বলেন, আমাদের পরিবেশকে সুন্দর রাখতে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন। চারপাশ অপরিচ্ছন্ন রাখলে সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি। এ সময় গুড নেইবারসের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
No comments