ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত
ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৫ মে) সকাল ১০ টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান,ঘাটাইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সিডিসির সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, উইজডম ভ্যালীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠান পরিচালনা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার মোঃ মনির হোসেন।
আলোচনা সভা শেষে শিশুদের ৫টি প্রতিজ্ঞা করানো হয়। প্রতিজ্ঞা গুলো হলো আমি মন দিয়ে লেখা পড়া করব, স্বপ্ন কে সফল করব,পরিবার নিয়ে সুখে থাকব,সুস্থ ও সুন্দর জীবন যাপন করব এবং একজন সু প্রতিবেশী হব।
No comments