বাসাইলে ঠিকানা’র উদ্যোগে অসহায়দের মাঝে ৪১টি ছাগল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানার ১০০০ দূস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৬ষ্ঠ দফায় অসহায়, বিধবা ও দূস্থ মহিলাদের মাঝে ৪১টি ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান।
সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. জুলহাস আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল, কাউন্সিলর নবীনুর রহমান খান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকানা’র সদস্য রেজুওয়ান তানভীর রাজিব।
No comments