ধনবাড়ীতে সাবেক মন্ত্রীর ভাইকে হারিয়ে সবুজ তালুকদারের বিজয় - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ধনবাড়ীতে সাবেক মন্ত্রীর ভাইকে হারিয়ে সবুজ তালুকদারের বিজয়

    ধনবাড়ী প্রতিনিধি :

    টাঙ্গাইলের ধনবাড়ী স্থানীয় সরকার নির্বাচনে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ওরফে সবুজ তালুকদার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন উপজেলাবাসী। 

     

    ধনবাড়ীতে সাবেক মন্ত্রীর ভাইকে হারিয়ে সবুজ তালুকদারের বিজয়
    বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সবুজ তালুকদার চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই বর্তমান চেয়ারম্যান হারুনার রশীদ হীরাকে হারিয়ে সবুজ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৩০ হাজার ৭৩০ ভোট। হীরা ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট। 


    প্রদত্ত ভোটের শতকরা হার ৫৪. ৯৬ শতাংশ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু তালেব মুকুল ও সংক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে মোছা: কল্পনা বেগম জয়লাভ করেন।
    এই বিজয়ের ফলে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের মাধ্যমে সবুজ তালুকদার ধনবাড়ীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবুজ তালুকদারকে চেয়ারম্যান ঘোষণার পরপরই রাতেই তাঁর দলীয় কার্যালয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে দল-মত নির্বেশেষে উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সাধারণ জনতারা।


    সবুজ তালুকদার বলেন, ‘‘উপজেলাবাসীর দোয়া আর ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার একটাই লক্ষ্য তাদের দেওয়া সম্মান রক্ষা করা। উন্নয়নমূলক কাজের ব্যাপরে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে এবং সঠিক বরাদ্দতে-ই হবে। কোনো কাজের অনিয়ম সহ্য করা হবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় উপজেলাবাসীর পক্ষ আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধনবাদ জানাই।’’


    উল্লেখ্য, ‘এর আগের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হারুনার রশীদ হীরা। তিনি একজন পেশায় ব্যবসায়ী। ফলে দলের ভিতর শুরু হয় অপরাজনীতিকতা ও কোন্দলের। তৃণমূলের নেতকর্মীরা দল থেকে ছিঁটকে পড়ে। উপজেলা আওয়ামী লীগও সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। সবুজ তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মুখে হাঁসি ফুটেছে।’   


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728