কালিহাতীতে লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) সকালে বঙ্গবন্ধু সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যানের চালক আলমগীর হোসেন যশোর জেলার বাসিন্দা । তবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, শনিবার সকালে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী একটি লরি ঘটনাস্থলে পৌছলে ঢাকামুখী অপর একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে অন্তত ৮জন হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments