টাঙ্গাইলে আইনগত সহায়তা দিবস পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে আইনগত সহায়তা দিবস পালিত

    রাইসুল ইসলাম লিটন:

    'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

    টাঙ্গাইলে আইনগত সহায়তা দিবস পালিত

    রোববার (২৮ এপ্রিল) সকালে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যেগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা।

    পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা এ্যাডভোকেট বার সমিতি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৮  ( বাসাইল সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক(জেলা জজ) মো. মাহবুবুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা শাহরিয়ার খান, জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, জেলা অ্যাড. বার সমিতির সভাপতি একেএম শামিমুল আকতার, পাবলিক প্রসিকিউটর আকবর আলী খান, সরকারি কৌসুলি (জিপি) মো. আজিজুর রহমান, অ্যাড. বার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী, জেলা লিগ্যাল এইড অফিসার মনিকা খান প্রমুখ।  

    এছাড়াও আদালতের অন্যান্য বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর একটি নাটিকার মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728