বাসাইলে পাবলিক ভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
পাবলিক ভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান
টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী
মতিয়ার রহমান গাউস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম,
সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.
বদিউজ্জামান পিন্টু, করটিয়া সা’দত কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসর মোশারফ
হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার
জেবা আক্তার, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেল আলাল, উপজেলা
একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল
কাশেম মিঞা, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুজ্জামান সোহেল, জনতা
ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম হিমেল, সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য
অফিসার আতিকুর রহমান নাহিদ, কাউন্সিলর রাসেল খানশূর, সেনা পাবলিক স্কুল
এন্ড কলেজের লেকচারার চঞ্চল, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
মনির খান ইমন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ভার্সিটি
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর সভাপতি জোবায়ের হোসেন। অনুষ্ঠানে
সঞ্চালনা করেন প্রভাষক হায়দার ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক রাহাত
সিকদার।
প্রসঙ্গত, ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের
পানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাসাইল উপজেলার বাসিন্দা দেশের বিভিন্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একঝাকঁ তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে
২০২০ সালে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল’ নামে
সংগঠনটি গঠন করা হয়।
No comments