সখীপুরে দিনে দুপুরে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে দিনে দুপুরে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট

    সখীপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের সখীপুরেমুুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে মাদকসেবীরা। এ সময়তাদের বাধা দেয়ায় ব্যবসায়ী ছানোয়ার হোসেন আহত হয়েছেন।

    সখীপুরে দিনে দুপুরে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট

    স্থানীয়রা জানান, রোববার (২৮ এপ্রিল)সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুংগারচালা বাজারে ব্যবসায়ী ছানোয়ার হোসেনের মুদি দোকানে অতর্কিত হামলা চালায় মাদকসেবীরা। ছানোয়ার হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে এবং পুলিশ সদস্য ছোবহান মিয়ার সহোদর।

    স্থানীয় আঃলীগ নেতাজামাল হোসেন বলেন, হারুন মিয়ার নেতৃত্বে চিহ্নিত মাদক সেবী বাদশা মিয়া প্রায় অর্ধশত মোটর সাইকেল নিয়ে দোকানে হামলা চালায়। এসময় হামলা কারীরা নগদ ১০ লাখ টাকাসহ মালামাল লুটপাট করে দোকানভাঙচুর করে।

    ব্যবসায়ী ছানোয়ার হোসেন বলেন, আমার দোকানে কেন হামলা ও লুটপাট হলো আমি জানিনা। ঘটনার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তিনি এই মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

    সখীপুরথানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728