সখীপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

    সখীপুর প্রতিনিধি:

    আজ ২৭ এপ্রিল, ২০২৪। বিশ্ব ভেটেরিনারি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বসহকারে দিবসটি পালন করা হচ্ছে।

    সখীপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

    তারই ধারাবাহিকতায়, ভেট ডক্তর'স এসোসিয়েশন সখীপুর জোনের উদোগে এই দিবসটি উদযাপন করা হয়েছে।

    এ উপলক্ষে সকাল ১০ টায় একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ডাকবাংলো চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় ডা. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দুই ভাই ফার্মেসীর কর্ণধার শফিকুল ইসলাম শফি, নাবিলা পোল্ট্রি ফিডের কর্ণধার নাজমুল হুদা মাস্টার, সখীপুর পোল্ট্রি ফিড ডিলার এসোসিয়েশনের সভাপতি মো: খোকন মিয়া, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. মো: আশিকুর রহমান, সহ-সভাপতি ডা. খালিদ মাহমুদ, খামারীদের পক্ষে মো: আসাদুল ইসলাম প্রমুখ


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728