বাসাইলে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির অবহিতকরণ সভা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন, সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিওকর্মী, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
No comments