কালিহাতীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

    রাইসুল ইসলাম লিটন 

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর মন্ডলবাড়ী খেলার মাঠে রোববার (২১ এপ্রিল) বিকালে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
    কালিহাতীতে প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
    এতে রামপুর পশ্চিম পাড়া রক্ত গোলাপ  যুব সংঘ ক্লাবকে  ৫ উইকেটে ১২৭ রানে রামপুর বিলপাড়া প্রবাসী যুব সংঘ ক্লাব পরাজিত করে।

    বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, বল্লা   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। 

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান তালুকদার, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনব্বী সিদ্দিকী,  বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক, আওয়ামী লীগ নেতা শুকুরুজ্জামান,হায়দার আলী তালুকদার, বল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমূখ।খেলা শেষে বিজয়ী, বিজিত এবং রানার্স আপদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728