ঘাটাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে খেলার মাঠ চত্বরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ জাফরুল হাসান রিপনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, বাংলাদেশ ডেইরী ফার্মারস এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সরকার, বাংলাদেশ প্রোল্টি ফার্মারস এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দিন সরোয়ার রিজভী।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে। স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের প্রায় ৪০ টির অধিক স্টল বসেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছে ।
প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে ঘাটাইলের বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
No comments