কালিহাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইল কালিহাতীতে বালুর নিচে পুতে রাখা অবস্থায় অজ্ঞাত এক যুবকের ( ২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ( ১১ মার্চ) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিহাতী থানার এসআই মনির হোসেন জানান, স্থানীয় লোকজন বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবকের মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশটি উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে প্রায় ৬/৭ দিন আগে ওই যুবককে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা।
No comments